সাজপোশাকে অগোছালো ছেলেরা এ বছর ছিলেন ‘গুছিয়ে অগোছালো’। গরমে ফিনফিনে ও ঢিলেঢালা পোশাক আর শীতে তার ওপর জ্যাকেট পরে বেশ চলে গেছে। ছিল চোখধাঁধানো স্টাইলের নানা রকম পোশাক। একনজরে দেখে নেওয়া যাক বছরজুড়ে ছেলেদের যত হালফ্যাশন।
চলতি ধারায় চোখে পড়েছে ছেলেদের বড় বা লম্বা চুল। কখনো খোলা তো কখনো নানা কায়দায় বেঁধে বাজিমাত করেছেন ছেলেরা।